সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

"অক্টোবর" ----- Review: একটি সিনেমা দেখে যা মনে হল।



----------------------------------------------------------------------------------------------------------------------চন্দন চক্রবর্তী

সিনেমা শেষ হওয়ার পর থেকে বাইক চড়ে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমরা দুজনে কোন কথা বলিনি। কথা বলতে ইচ্ছে করছিল না কিছুই। ছবিটা দু'জনকেই কেমন অদ্ভুতভাবে চুপ করিয়ে দিয়েছিল। কানের কাছে গুনগুন করে উঠছিল একগাদা চুপচাপ মুহূর্ত। 
পাখির পালকের মত নরম করে ছুঁয়ে যাওয়ার নাম যদি ভালোবাসা হয়, যদি পাতা ঝরার দিনে একটি ঝরে পড়া পাতারশব্দের মতন শান্ত হয় প্রেম, অথবা কাপাস তুলোর মত নরম, কিম্বা শিউলি ফুলের ডগাতে জমে থাকা ভোরের শিশির বিন্দুর মত, আলতো করে ছুঁয়ে যায় ভেতরটা, আর ঠিক তখনই ঝড়ে ভেঙে যাওয়া পাখির বাসায় কিচমিচ করে ওঠে হাড়জিরজিরে পুঁচকে পাখির বাচ্চাগুলো!হলুদ ঠোঁটের ডগায় খাবার খাইয়ে দিচ্ছে মা, ঝড় এসে থেমে গেছে মায়ের ওমে। এইরকম অনেকটা,মায়ের মত নরম। সুজিত সরকারের "অক্টোবর "কম কথা বলার ছবি, অনুভবের ছবি।আপনি অতৃপ্ত থাকবেন কিন্তু, প্রেমের নরম শীতল ঠান্ডা বাতাস আলতো করে ছুঁয়ে যাবে আপনার আত্মা। পরিচালক নিপুণ দক্ষতায় মানুষের আবেগ অনুভূতি গুলি কে একসুতোয় গেঁথেছেন খুব ধিরে ধিরে।কোথাও কোনো তাড়া নেই যেন। প্রেম এখানে অনেকটা শিউলির গন্ধের মতো পবিত্র,হল থেকে বেরোনোর পর আপনার চারপাশে সে গন্ধ অথবা ফুল ছড়িয়ে থাকবেই এক শৈল্পিক উষ্ণতায়। এ এক শব্দহীন শান্ত মুখর-নীরবতা।
একটার পর একটা ছবির মত দৃশ্য আপনাকে ভুলিয়ে দেবে অস্থির সময়ের ক্লান্তি। সুজিত সরকারের পরিচালনা আর জুহি চতুর্বেদীর কলম সত্যিই একটা মাস্টারপিস হয়ে থাকবে ভারতীয় সিনেমায়।সিনেমা নয় এটা যেন একটা কবিতা, রঙ তুলি দিয়ে আঁকা নিটোল প্রেমের কবিতা। প্রেম কোনো শব্দ নয়, আড়ম্বর নয়,প্রেম নিশ্চুপ একটা অনুভূতি, প্রেম অনন্ত অপেক্ষার নাম।যত্নের নাম প্রেম।
ছবির গল্পটা শুরু হয় সকালের মেট্রো একটা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে হালকা কুয়াশা ছড়ানো লাইন ধরে।দিল্লীর এক পাঁচতারা হোটেলে, হোটেল ম্যানেজমেন্ট ইন্টার্নসিপ করছে একদল তরুণ-তরুণী। ড্যান(বরুণ ধাওয়ান) তাদের মধ্যে একজন।
বন্ধুরা তাকে ভালবাসে। কাজের ব্যাপারে সে একদম সিরিয়াস নয়। তার স্বপ্ন,ছমাসের পর ইন্টার্নসিপ শেষ হলে তিন বন্ধু মিলে একটা রেস্টুরেন্ট খুলবে। ওই একই হোটেলে ইন্টার্নসিপ করছে শিউলি আইয়ার (বনিতা সিন্ধু)। আর পাঁচজন বন্ধুর মত খুব স্বাভাবিক সম্পর্ক ড্যানের সাথে শিউলির।বেশ কিছু মজার দৃশ্যের পর এক ডিসেম্বরের রাতে বন্ধুদের নাইট পার্টিতে হঠাৎ নাটকীয় মোড় নেয় ঘটনাটা। যা দেখতে গেলে আপনাকে অবশ্যই সিনেমা ঘরে যেতে হবে।
পিকু, মাদ্রাস ক্যাফে এই সব ছবিকে মাথায় রেখেও আমার মনে হয়েছে অক্টোবর সুজিত সরকারের এখনো পর্যন্ত করা সেরা ছবি। শুনতে খারাপ লাগলেও এটাই ভারতীয় সিনেমার আজকের সত্যি,এই ছবিটি বরুন ধাওনের সব চেয়ে কম টাকার ওপেনিং ছবি কিন্তু বরুন ধাওনের অসাধারণ অভিনয় মনে থাকবে অনেকদিন,বরুন নিজেও খুশি বলে জানিয়েছেন।বদ্রীনাথ কি দুলহনিয়া বা জুড়ুয়া টুয়ের সেই টি শার্ট খোলা বরুন ধাবান কে একদম মেলাতে পারবেন না আপনি এই ছবির ড্যানের সাথে।মারাত্মক ভালো অভিনয় করেছে ছেলেটা। শিউলির চরিত্রে ডেবিউ করা বানিতা সিন্ধু যথেষ্ট পরিণত। চুপচাপ মেয়েটি পলকহীন সুন্দর চোখ দুটি দিয়ে অসাধারণ দক্ষতায় এঁকেছে অস্পষ্ট প্রেম-নীরবতার ছবি।শিউলির চোখ দুটি মাঝেমাঝে আপনাকে কনফিউজড করে দেবে কিন্তু আপনাকে নিরাশ করবেনা কখনো। শিউলির মায়ের চরিত্রে অভিনয় করা গীতাঞ্জলি রাও ভারতের প্রতিটি হাসপাতালে প্রিয়জনের সেরে ওঠার অপেক্ষায় আইসিউর বাইরে বসে থাকা প্রতিটি সাধারণ চরিত্রের মতো অত্যন্ত বাস্তব হয়ে উঠেছে। পার্শ্বচরিত্র গুলি নিজের নিজের জায়গাতে বেশ মানানসই। ছবির মিউজিক!আহা! কি অসাধারণ কাজ করেছেন শান্তনু মৈত্র। ব্যাকগ্রাউন্ড স্কোর নিজেই একটা চরিত্র হয়ে উঠেছে এ ছবিতে,যা আপনাকে বেঁধে রাখবে প্রেমের সুরে,শেষ অবধি ।আর আরেকদিকে! রাতের দিল্লীর রাস্তা দিয়ে বাইক চড়ে ড্যানের ওষূধ আনতে যাওয়ার দৃশ্যটা, প্রতিটি ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির চেঞ্জগুলি , মাটিতে ঝরে পড়া শিউলির ফুলগুলি পরম যত্নে একটা একটা করে তুলে নেওয়ার দৃশ্যটা, শিউলির চোখের-কালোর মুভমেন্ট আর বিস্তীর্ণ কুলুর আঁকাবাকা পথে হেমন্তের আগমন কী নিপুণ দক্ষতাই ক্যামেরাবন্দি করেছেন অভীক মুখোপাধ্যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ছবির এইসব ডিটেলিং অজান্তে, খুব সন্তর্পণে ছুঁয়ে যাবে একদম মনের গভীরে, আপনার অনুমতি না নিয়েই,আর এখানেই এই সিনেমাটির স্বার্থকতা। ঋতু আসে ঋতু যায়। আবার আসে অক্টোবর। রূপক ধর্মী এই ছবিতে শিউলি ফুল একটি মুখ্য চরিত্র। অক্টোবর মাসে ফুলেফুলে ভরে যায় শিউলির ডাল, কিন্তু বেশিদিন থাকে না সে গাছে। ঝরে পড়ে মাটিতে মাটিতে। তাই শিউলি কে কেও কেও "দুঃখের গাছ" বলে ডাকে। সিনেমাতে দুঃখ এসে পড়ে স্বাভাবিকভাবেই,কিন্তু এ দুঃখ আর পাঁচটা দুঃখের মত নয়। সিনেমা শেষে হয়ত একটা কষ্ট হবে মনের গভীরে, কিন্তু এই কষ্ট আনন্দ দেয় নাকি দুঃখ দেয় আপনি ঠিক করে উঠতে পারবেন না। এ দুঃখ পবিত্র করবে অন্তরাত্মা,ভালোলাগায় ভরে যাবে মনের মানুষ।
ভ্যানের পিছনে চড়ে চলে যাচ্ছে শিউলির গাছটা।পাতাগুলো নড়ছে একটু ডাইনে-বাঁয়ে। ড্যান আঁকড়ে ধরে নিয়ে যাচ্ছে শিউলিকে পরম যত্নে।আর আপনি?একএক করে কুড়িয়ে নিচ্ছেন একএকটা ফুল,একটু একটু যত্নে জমাথাকা ভিতরের প্রেমগুলো জীবন্ত হয়ে মুছে দিচ্ছে দিনরাতেএ যান্ত্রিকতা ।জামা, প্যান্ট, শাড়ি, জিন্সে শিউলির গন্ধ মাখামাখি হয়ে হল ছেড়ে বেরিয়ে হয়ত আর কথা বলতে ইচ্ছে করবে না আপনারও।নৈঃশব্দ্য যদি নিয়ে আসে প্রেম -আসুক তবে।আপনার কানের কাছে গুনগুন করুক খাঁমোসিয়াঁ।চলতে থাকুক সুজিত সরকারের ক্যামেরা। ভরে উঠুক হেমন্তের সবকটা গাছ,প্রতিবেশির সবকটা রাস্তা শান্তনুর সুরে। জুহি চতুর্বেদী কলম থেকে বেরিয়ে আসুক হাজার প্রেমের গান। এই অস্থির সময়ে, এই ভয় পাওয়ার সময়ে এই কুঁকড়ে থাকার সময়ে প্রেম আরও প্রেম আসুক যুবকটির প্রাণে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ভূতে ভয় পেলেও, ‘ সেক্সি ভূত’-এর চরিত্রে অভিনয় করতে ভয় পাননি সায়ন্তনী

টলিউড ডিভা সায়ন্তনী গুহঠাকুরতা ডেবিউ করে ফেললেন দক্ষিণী সিনেমায়। যদিও কিছুদিন আগেই তিনি আটপৌরেকে সে ব্যাপারে জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি এই হোলিতে সিনেমাটি রিলিজ করার পর থেকেই তিনি খবরের শিরোনামে। যদিও তার কারণ, তিনি এই প্রথম একটি ভূতের চরিত্রে অভিনয় করেছেন। শুধু তাই নয়, একটি ‘ সেক্সি’ ভূতের চরিত্রে এবং তাঁকে নিয়েই গল্পটা গড়ে উঠেছে।  সিনেমার নাম, ‘ চিকাটি গাডিলু চিঠাকোটুন্ডু’। তেলেগু সিনেমায় কাজ করে বেশ উচ্ছ্বসিত সায়ন্তনী। এখানেই শেষ নয়, তেলেগু ইন্ড্রাস্টির ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁদের কাজের ধরন তাঁর বেশ পছন্দ হয়েছে । ইতিমধ্যে আরও একটি দক্ষিণী সিনেমার প্রস্তাবও পেয়েছেন বলে জানা গিয়েছে। গল্পটিতে দেখা যায় দুই যুগল জুটি ছুটি কাটাতে গিয়ে আটকে যায় একটি ভৌতিক বাড়িতে।  সেখানে তারা একটি সেক্সি ভূতের পাল্লায় পরে। তারপর গল্প আস্তে আস্তে অন্যদিকে মোড় নেই।  সায়ন্তনী আটপৌরেকে জানালেন , ‘’ আমাকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে এই সিনেমার ব্যাপারে জানিয়েছেন! তাঁদের আমার চরিত্রটাও ভাল লেগেছে।‘’ ‘’ আপনাকে কেউ যদি রিয়েল লাইকে সেক্সি বলেন, সেটা আপনি কীভাব...

পুজো মিটলে কী করে থাকবেন ফিট, উপায় বাতলে দিলেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক

  আশ্বিনের শারদপ্রাতে বাঙালির পাতে ভরে উঠেছে হরেক রকমের খাবার। ঠাকুর দেখার সঙ্গে হরেক রকমের খাবার খেতেই হবে। রোল, চাউমিন, মোগলাই, চাইনিজ, বিরিয়ানি, ফুচকা এবং আরও কত কী! সারাবছর যারা শরীরচর্চায় মেতে থাকেন, খুব নিয়ম করে খাবার খান তারাও এই সময়টা একটু বেনিয়ম হয়ে পড়েন। তবে কুচ পরোয়া নেহি, পুজো মিটলেই আবার কী করে নিজের শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনবেন সেই কথায় আটপৌরেকে জানালেন বিশিষ্ট পুষ্টিবিদ এবং যাপন সহায়ক ডাক্তার অনন্যা ভৌমিক।  ১) পুজো মিটলেই আমাদের ফিরতে হবে আবার স্বাভাবিক জীবনে।  তাই পুজোর হ্যাংওভার কাটিয়ে নিতে ভীষণভাবে দরকার পড়বে প্রচুর পরিমাণ জলের। জল শরীরের বিষক্রিয়া দূর করতে সাহায্য করে। শরীরের প্রয়োজন মতো দিনে অন্তত তিন থেকে চার লিটার জল খেলে শরীর সুস্থ থাকবে। তবে যাদের বেশী জল খাওয়া বারণ আছে তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া বাকিরা দিনে চার লিটার পর্যন্ত জল পান করলে শরীরের স্বাভাবিক কার্যকলাপ নিয়ন্ত্রিত থাকবে।  ২) মরশুমি ফল খাওয়ার অভ্যাস করুন। এছাড়াও নিয়মিত শাকসবজি খেতে হবে। ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমানে ফাইবার এবং আন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে আবার স...

পনেরো মিনিটেই ফিট থাকার রহস্য, উপায় বাতলে দিলেন যোগগুরু

  আটপৌরের নিজস্ব প্রতিবেদন, নৈহাটিঃ  শরীরকে মন্দিরের আখ্যা দেওয়া হয়। আর সেই শরীরকে সর্বদা ঠিক রাখতে আমরা কত পন্থায় না অবলম্বন করে থাকি। আজকাল ইঁদুর দৌড়ের যুগ, আর এই যুগে সময় পাওয়া একটা বিরাট চ্যালেঞ্জিং বিষয়। সময় বের করে শরীর চর্চা করার মতো সময় আমাদের কতজনের হাতেই বা আছে? মনের সুখে ছুটির দিন হাঁটলেই কি আমাদের শরীর ঠিক থাকবে নাকি সপ্তাহে প্রতিদিন জিমমুখী হতেই হবে ? যেমন আইটি সেক্টরে কর্মরত পার্থ সারথী চক্রবর্তী সোম থেকে শুক্র অবধি দম ফেলার সময় পায় না, অথচ কিছুদিন হল সে ঘাড়ের ব্যথায় কাবু। আবার সদ্য বিয়ে করা কৌশিক ভট্টাচার্য ইদানীং অফিস ফেরত সস্ত্রীক হাঁটতে বেরিয়ে নিজেকে ফিট ভাবছেন অথচ গত তিনমাসে তার দশ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। তবুও সে নিরুপায়, অফিস ফেরত ছাড়া তার সময় নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে শরীর চর্চা আর হবে না। এই সময়ের অভাব অনেকেরই তা বলে কী শরীর সে কথা শুনবে। শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। দিনের পর দিন ওষুধ খেয়েও সেই রোগ সারছে না। তবে ইচ্ছে থাকলে উপায় আছে, বলছেন বিশিষ্ট যোগ গুরু রাহুল তিওয়ারী। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানালেন যে খুব স্বল্প সময়ে ফিট থাকার জন্য কিছু প...