সময়টা বদলে গেছে, উৎসবটাও
এখন অন্য! শুধু তাই নয়, কাজের জায়গাটাও এখন অনেকটা পরিণত। তবুও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী একটুকুও বদলাননি। আগের মতই হাসিখুশি। ফোনটা পেয়েই নাম ধরে
সম্বোধন করলেন! একটু স্বস্তি পেলাম।
তাই নববর্ষ প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রথমেই জিজ্ঞাসা করলাম,“ বাংলা ক্যালেন্ডার ফলো করেন
?’’ অভিনেত্রী কিছুটা থামলেন! তারপর একটু ইতস্তত হয়ে বললেন, “না একেবারেই করা হয় না।’’ তারপরেই জিজ্ঞাসা করলাম, “ বাঙালির নববর্ষ মানেই তো প্রেম প্রেম
ভাব! আপনার কী অভিজ্ঞতা ? ’’
অভিনেত্রী
খুব সোজাসাপটা উত্তর দিয়ে বললেন,“ কোনওদিনই
এই সময়টাকে তেমন ভাবে দেখার সুযোগ হয়নি। বাকিরা যখন এই সময়টাতে প্রেমে মজে আছে, আমরা
তখন মেগা সিরিয়াল নিয়ে বড্ড ব্যস্ত!’’
পাল্টা
প্রশ্ন করলাম,“ তাহলে আপনার কাছে নববর্ষের অর্থ কী
?’’ অভিনেত্রী হাসতে হাসতে বললেন,“ নতুন জামা পাওয়া! একটা-দুটো না, বেশ
কয়েকটা।’’এখানেই শেষ নয়, নিজেই ছোটবেলার কথা
বলতে গিয়ে জানালেন, “এই বিশেষ
দিনগুলোতে আমি নাচ নিয়েই ব্যস্ত থাকতাম।’’
অভিনেত্রীকে
একটু থামিয়ে জিজ্ঞাসা করলাম, “ কোন কোন মিষ্টি খেতে ভালবাসেন ?’’ একটা প্রায় অপ্রত্যাশিত উত্তর এল ফোনের ওপার থেকে। তিনি জানালেন “ আমি কিন্তু খুব একটা মিষ্টি প্রিয়
মানুষ নয়, তবে কিছু কিছু মিষ্টি খেতে বেশ ভালই লাগে।’’
সবশেষে
জিজ্ঞাসা করলাম, “ এই বছর নববর্ষে কী করছেন ?’’ তিনি
জানালেন, “ ঐ দিনটিতে আমার খুব কাছের একটা
মানুষের জন্মদিন, তাই ঐ নিয়েই ব্যস্ত থাকব। কেক আর মিষ্টি একসঙ্গেই খাব।’’
(ছবি- সুদীপ্তা চক্রবর্তীর ফেসবুক প্রোফাইল থেকে )
(সাক্ষাৎকার - আদিত্য ঘোষ )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন