চারিদিকে চোখ ধাঁধানো পাহাড় দিয়ে ঘেরা ছোট জায়গা কারসেয়াং। 'Land of Orchid' নামে পরিচিত এই পাহাড় জঙ্গলে সজ্জিত এই এলাকা। তবে কারসেয়াং -এর আছে অন্য এক দিক। বিশ্বাস করা হয় কারসেয়াং হল সবচেয়ে ভূতুরে জায়গার মধ্যে অন্যতম। চলুন আজ দেখা যাক কারসেয়াং-এর এই দিকটিকে।
ডাও হিলে যারাই গিয়েছেন, তারাই বলেছেন জঙ্গল নাকি গিলে খায়। এই রকম গাছমছমে পরিবেশে অনেকেই সাহস হারিয়ে থাকেন। লোকে বলে যে এক লাল চোখ তাদের অনুসরণ করে ও এক ছাই রঙের জামা পরা মহিলা কেউ দেখা যায় ঘুরে বেড়াতে। অতএব, এই জঙ্গলে একা যাওয়া নিরাপদ একদমই নয়।
শোনা যায়ে ডাও হিল বয়স স্কুলের জুনিওর সেকশানেও ভূতের আবির্ভাব ঘটে থাকে। এমনিতেই যা গা ছম ছম জায়গা তার উপর সব গল্প আরও বাড়িয়ে দেয় এই অনুভবটিকে।
কারসেয়াং- এর "ডাও হিল' থেকে ফরেস্ট অফিস পর্যন্ত একটি সরু রাস্তা আছে, নাম- 'Death Road'. কাঠুরেরা বক্তব্য অনুযায়ী এই রাস্তা নাকি অভিশপ্ত। মাঝে মধ্যেই নাকি স্কন্ধকাটা ভূত এইখানে দেখা যায়। এক মুণ্ডহীন ছেলে নাকি ঐ রাস্তা দিয়ে হেটে অদৃশ্য হয়ে যায় ।
ডাও হিলে যারাই গিয়েছেন, তারাই বলেছেন জঙ্গল নাকি গিলে খায়। এই রকম গাছমছমে পরিবেশে অনেকেই সাহস হারিয়ে থাকেন। লোকে বলে যে এক লাল চোখ তাদের অনুসরণ করে ও এক ছাই রঙের জামা পরা মহিলা কেউ দেখা যায় ঘুরে বেড়াতে। অতএব, এই জঙ্গলে একা যাওয়া নিরাপদ একদমই নয়।
শোনা যায়ে ডাও হিল বয়স স্কুলের জুনিওর সেকশানেও ভূতের আবির্ভাব ঘটে থাকে। এমনিতেই যা গা ছম ছম জায়গা তার উপর সব গল্প আরও বাড়িয়ে দেয় এই অনুভবটিকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন