নৃত্য তাঁর জীবনের অঙ্গ। অঙ্ক তাঁর ছায়াসঙ্গী। আর থিয়েটার তাঁর বেঁচে থাকার রসদ। হ্যাঁ এতকিছু নিয়ে তিনি দিব্যি আছেন এবং এতকিছু নিয়েই তিনি দিব্যি থাকতে চান। মফস্বলের মেয়ে কৌশানি রায় সদ্য অভিনয় করছেন ' মিথ্যে প্রেমের গান' নামক সিনেমায়। যে সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনির্বান ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী এবং আরও অনেকে। আগামী ১০ই ফেব্রুয়ারী প্রেক্ষাগৃগে মুক্তি পেতে চলেছে সিনেমাটাটি। নিও স্টুডিওস প্রযোজিত এই সিনেমার গল্প গান নিয়ে, সম্পর্ক নিয়ে এবং জীবন নিয়ে। কৌশানি নিজের স্বপ্নের আকাশে ডানা মেলে উড়ে যেতে চাই বহুদূর। খুব ছোট বয়সে নাচ শিখতে শিখতে মঞ্চে আসা এবং নৃত্যকে জীবনের অঙ্গ করে নেওয়া। তারপর ধীরে ধীরে অভিনয়ের জগতে আসা থিয়েটারের মধ্যে দিয়ে। এইসবের পাশাপাশি উচ্চশিক্ষার পড়াশুনা এবং অধুনা একটি বেসরকারী কলেজে অধ্যাপনার কাজের সঙ্গে যুক্ত। এতকিছু একসঙ্গে কী করে সম্ভব? জিজ্ঞাসা করতে কৌশানি জানালেন," এইগুলো তো সবই আমার জীবনের অঙ্গ। এগুলো কোনটা ছাড়াই আমি বাঁচতে পারব না। তাই যেমন জল ছাড়া মানুষের জীবন চলে না, ঠিক তেমনি এগুলো ছাড়াও আমি বাঁচতে পারব না।" জিজ্ঞাসা করলাম...