তিনি সবসময় খবরের শিরোনামে! গত কয়েকদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েছেন। ঘুম কেড়ে নিয়েছেন সিঙ্গেল পুরুষদের। শুধু তাই নয়, তিনি বারেবারে ধরা দিয়েছেন মোহময়ী রূপে! অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার ফটোশুট নিয়ে বেশ সরগরম নেটিজেনরা! অভিনেত্রীকে জিজ্ঞাসা করলাম, ‘’ আপনি হঠাৎ এত বোল্ড লুকে?” অভিনেত্রী হাসতে হাসতে বললেন, ‘’ আমি তো জাস্ট ফটোশুট করেছি! এবার সেটা বোল্ড না কোল্ড সেটা আমি কী করে বলব বলুন তো?’’ আবারও জিজ্ঞাসা করলাম, ‘’ আপানর ছবি তো অজস্র শেয়ার হচ্ছে! নেটিজেনরা বেশ আপ্লুত মনে হচ্ছে, এর কারণ কি ? আপনি কি যেচে পাবলিসিটি করছেন?’’ ‘’ লোকে আমাকে ভালবাসে তাই শেয়ার হচ্ছে। আমার যেচে পাবলিসিটির প্রয়োজন নেই, পাবলিসিটির জন্য আমার কাজই যথেষ্ট।‘’ এখানেই শেষ নয়, অভিনেত্রী এই মুহূর্তে তাঁর আগামী ওয়েব সিরিজের কাজের জন্য খুব ব্যস্ত। সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ লালবাজার হেডকোয়াটার’ দেখা যাবে সায়ন্তনী গুহঠাকুরতাকে। এই ওয়েব সিরিজে সায়ন্তনীকে দেখা যাবে একটু অন্য ভূমিকায়! অভিনেত্রীর কথায়, ‘’ এখানে আমি একটা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছি, যে অনেক আশা নিয়ে শহরে আসে কিছু করবে বল...