থিয়েটার দিয়ে তাঁর জীবনে অভিনয়ের হাতেখড়ি, তারপর সিনেমা এবং ধারাবাহিক। অভিনেত্রী কোয়েল সঞ্চারীর ছোট থেকেই নাচের শখ, অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল মনে। সেই ইচ্ছে পূরণ হয়েছে আজ বহুদিন হলো। অন্তত বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি বেড়েছে বলে তিনি দাবি করেন। আটপৌরের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, " ২০১৪ সাল থেকে কাজ করতে শুরু করেছি, ধীরে ধীরে অনেককটা বছর কেটে গিয়েছে। একটু হলেও আগের চেয়ে পরিচিতি বেড়েছে।"
যদিও তাঁর পরিচিতি এই মুহূর্তে অন্যতম কারণ 'ফেরারী মন' ধারাবাহিক। এই ধারাবাহিকে তিনি গলু নামক একটি পার্শ্বচরিত্রের অভিনয় করছে। যদিও পার্শ্বচরিত্র হলেও, তাঁর অভিনয়ের সাবলীল ভাষা দর্শকদের মন ছুঁয়েছে। ইতিমধ্যেই এই ধারাবাহিক বাংলার দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। অভিনেত্রীকে জিজ্ঞাসা করাতে তিনি জানালেন, ' আসলে ধারাবাহিকের গল্পগুলো যদি একটু অন্যরকম হয় তাহলেই দর্শকরা সেই ধারাবাহিক সহজেই পছন্দ করে।" একটু থেমে তিনি আরও জানালেন,' একটি কলেজ জীবনের গল্প দিয়ে ধারাবাহিক শুরু হয়েছিল। তারপর সেই গল্প ধীরে ধীরে অন্যদিকে মোড় নিয়েছে।"
অভিনেত্রী কোয়েল সঞ্চারী যে চরিত্রটি অভিনয় করছেন সেই চরিত্রটি একটি হাসির চরিত্র। অভিনেত্রী জানালেন, ' এই গলু সারাদিন খাই খাই করে। একটু মোটাসোটা এই চরিত্রটি একটু মনভোলা, সবসময় হাসি লেগে থাকে মুখে।" জিজ্ঞাসা করলাম, ' সঞ্চারীও কি ব্যক্তিগত জীবনে এইরকম খাই খাই করে?' ফোনের ওপার থেকে হাসির শব্দ পেলাম।
সঞ্চারী এর আগে ইকির মিকির, বেদের মেয়ে জোসনা, এখানে আকাশ নীল,গ্যাংস্টার গঙ্গা-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। শুধু ধারাবাহিক নয়, 'কে তুমি নন্দিনী'-এর সফল সিনেমায় তিনি অভিনয় করেছেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ছবি 'শুধু আসা যাওয়া'। এই সিনেমায় সঞ্চারী সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।
ফেরারী মন ধারাবাহিক নিয়ে সঞ্চারী খুব আশাবাদী। সদ্য উত্তরবঙ্গ থেকে শুটিং করে ফিরেছে টিম ফেরারী। এই প্রসঙ্গে তিনি বললেন, ' কিছুদিন আগে আমাদের উত্তরবঙ্গে শুটিং হলো। আমাদের টিম খুব ভাল। একসঙ্গে মিলেমিশে কাজ করি আমরা।"
জিজ্ঞাসা করলাম, " সিনেমা করার অফার কিছু পাননি?" তিনি বললেন, " হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই করব। তবে ইদানীং তেমন ভাল কাজের অফার পাইনি।"
(ছবি-সংগৃহীত)
আরও ভালো করে কাজ করতে হবে।।। ভবিষ্যত উজ্জ্বল হোক।।।
উত্তরমুছুনThank you so much❤
মুছুন