সায়ন্তনী গুহঠাকুরতার সদ্য ফটোশুট এখন সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয়। এই ডিসেম্বরের শহরে যখন প্রেম-ভালবাসা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ঠিক সেই সময় অভিনেত্রীর ফটোশুট এই শীতে বসন্তের ছোঁয়া দিচ্ছে।
কালো রঙের পোশাকে উষ্ণতা ছড়িয়েছেন সায়ন্তনী, তাঁর অগণিত ভক্তগণ এই রূপে মুগ্ধ। মোহময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। যদিও তিনি এখন খুব ব্যস্ত। একটি ইভেন্ট শো'তে যেতে যেতে তিনি জানালেন, " এই ফটোশুটটা স্পেশাল। মোহিত ধানধারিয়ার তোলা ছবি। আমি মনে করি সবসময় বোল্ড ড্রেস পড়লেই বোল্ড হওয়া যায় না। সর্বাঙ্গ ঢাকা পোশাক পড়লেও বোল্ড হওয়া যায়। আসলে ফটোগ্রাফার কীভাবে তোমাকে দেখাচ্ছে আর তুমি ঠিক কতটা এক্সপ্রেশন দিচ্ছ, সবটাই নির্ভর করে।''
আপাতত তাঁর ঝুলিতে রয়েছে তিনটি ছবি। আগামী কিছুদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে 'ত্রিভুজ', 'মায়া' এবং 'সেদিন কুয়াশা ছিল'। জিজ্ঞাসা করলাম, " খুব বেছে বেছে ছবি করছো?" তিনি জানালেন, " হ্যাঁ, অনেককটা অফার বাতিল করেছি। আমি একটু বেছেই কাজ করছি।" তাঁকে থামিয়ে বললাম, " চরিত্রের প্রয়োজনে কি বোল্ড সিন করতে রাজি? তিনি বললেন, " হ্যাঁ, তবে গল্পের সঙ্গে যদি সামঞ্জস্য থাকে তাহলেই।"
উল্লেখ্য লালবাজার ওয়েব সিরিজ করার পর থেকেই সায়ন্তনীর সাহসী অভিনয়ের প্রশংসা ছড়িয়ে পড়েছিল, আপাতত যদিও কোনও ওয়েব সিরিজ করার কথা নেই তবে অভিনেত্রীর কথায়, '' ভাল কাজ পেলে অবশ্যই করব।"
সবশেষে জিজ্ঞাসা করলাম, " এই প্রেমের শহরে কী আপনার জীবনে প্রেম এলো?" তিনি একটু নীরব থেকে বললেন, " আমার ভাল লাগে একজনকে। তবে প্রেম নয়" জিজ্ঞাসা করলাম, "কে?" পাশ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। হাইওয়ে ধরে ছুটে চলা ভিড়ের মধ্যে বাকি শব্দগুলো অস্পষ্ট হয়ে উঠল।
(ছবি -সংগৃহীত)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন