----------------------------------------------------------------------------------------------------------------------চন্দন চক্রবর্তী সিনেমা শেষ হওয়ার পর থেকে বাইক চড়ে বাড়ি পৌঁছানো পর্যন্ত আমরা দুজনে কোন কথা বলিনি। কথা বলতে ইচ্ছে করছিল না কিছুই। ছবিটা দু'জনকেই কেমন অদ্ভুতভাবে চুপ করিয়ে দিয়েছিল। কানের কাছে গুনগুন করে উঠছিল একগাদা চুপচাপ মুহূর্ত। পাখির পালকের মত নরম করে ছুঁয়ে যাওয়ার নাম যদি ভালোবাসা হয়, যদি পাতা ঝরার দিনে একটি ঝরে পড়া পাতারশব্দের মতন শান্ত হয় প্রেম, অথবা কাপাস তুলোর মত নরম, কিম্বা শিউলি ফুলের ডগাতে জমে থাকা ভোরের শিশির বিন্দুর মত, আলতো করে ছুঁয়ে যায় ভেতরটা, আর ঠিক তখনই ঝড়ে ভেঙে যাওয়া পাখির বাসায় কিচমিচ করে ওঠে হাড়জিরজিরে পুঁচকে পাখির বাচ্চাগুলো!হলুদ ঠোঁটের ডগায় খাবার খাইয়ে দিচ্ছে মা, ঝড় এসে থেমে গেছে মায়ের ওমে। এইরকম অনেকটা,মায়ের মত নরম। সুজিত সরকারের "অক্টোবর "কম কথা বলার ছবি, অনুভবের ছবি।আপনি অতৃপ্ত থাকবেন কিন্তু, প্রেমের নরম শীতল ঠান্ডা বাতাস আলতো করে ছুঁয়ে যাবে আপনার আত্মা। পরিচালক নিপুণ দক্ষতায় মানুষের আবেগ অনুভূ...