এক চিলতে আফ্রিকা : শীড্ডী-জাতি
চারিদিকে ঘন জঙ্গল আর তার
মাঝে এক ছোট্ট গ্রাম। গ্রামবাসী হল বেশ কয়েক ঘর আফ্রিকান মানুষ। নিশ্চয়ই ভাবছেন যে
আমি আফ্রিকা মহাদেশের কোন আদিবাসীদের কথা বলছি? না! আমি আফ্রিকার কথা বলছিনা। আমি
বলছি ভারতবর্ষের কথাই। বেশ কয়েক শতাব্দী ধরেয় কর্ণাটকের টাভাড়গাট্টা গ্রামে বাস
করছে এই Indo-African শীড্ডী আদিবাসীরা। শুধু কর্ণাটক বললে ভূল হবে, এরা ছোরিয়ে
আছে গুজরাতের গীর আভয় অরণ্যেও। সংখ্যায়ে তাদের কম ভাববেন না যেন। হিসেব মতো প্রায়ে
৫০০০০ শীড্ডী আদিবাসী বাস করে ভারতে।
শীড্ডীদের ভারতে আসা নিয়ে
আনেক গল্প আছে। সব চেয়ে চর্চিত গল্প হল - পর্তুগীজরা এদের নিয়ে আসে আফ্রিকা থেকে
নিজেদের দাস হিসাবে। তারপর তারা ভারতেই রোয়ে যায়ে। ৪০০ বছর ধরে এদের টিকে থাকার
কাড়োণঃ নিজেদের মধ্যে বীবাহ করা। এদের প্রথমে দেখে চমকে যাবেন, মনে হবে যে আফ্রিকা
এসে গেছেন। কিন্তু প্রায়ে ৪০০ বছর থাকার সুবাদে এরা পরিষ্কার হিন্দি বলতে ও বুঝতে
পারে।
বেশীরভাগ শীড্ডীবাসিরাই
গরিব। তাদের প্রধান জীবিকা হল ধান চাষ করা। তাদের মাটির ঘড়, বড়ো উঠোন ও মাথার ওপর
বড়ো খোলা আকাশ দেখে আপনার মণ জুড়িয়ে যাবে। গরিব হলেও এদের মণ অনেকের চেয়ে বড়ো।
একবার আলাপ হলে তারা আপনাকে ওদের বাড়ীতে ডেকে না খাওয়ানো পর্যন্ত ছাড়বে না ওরা।
তালে আর ভাবছেন কি? ঘুরে
আসুন একবার ভারতীয় আফ্রিকা থেকে ও বেচেনিন কিছু দিন খোলা আকাশের নীচে, কথা দিচ্ছি
ভালো লাগবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন