স্বপ্ন আর বিশ্বাস দুটোই
যদি আজ তোরই হাতেই তুলে দেওয়া হয়
বলনা সত্যি করে কোনটা তুই ভাঙবি...
আগের মতোই আমাদের স্বপ্ন নাকি আমার বিশ্বাস...
মন আর ভালোবাসা দুটোই যদি আজ
আবার তোর হাতেই তুলে দেওয়া হয়
বলনা সত্যি করে কোনটার মৃত্যু আগে
ঘটবে আমাদের মনের নাকি আমার
ভালোবাসার..
আচ্ছা আজও তুই আয়নার সামনে
দাঁড়িয়ে ওই ক্ষতগুলো দেখিস?
ভাবিস আমাদেরই সাক্ষী ছিল একদিন
এই সমস্ত দাগ, কোনো এক বন্য স্মৃতির
,বন্য আদরের,মিছে ভালোবাসা যাকে
বলি...
ভাবিস আজও ওই মুহূর্তে বাঁচবার
কথা..
. ভাবিস কেন পাগলামোগুলো করতাম তোকে দেখবার.!!!
আজও করি...!! শুধু তোকে জানাইনা ..
শোন, আরো একবার ভেবে দেখ
আমাদের এই নিষ্পাপ ভালোবাসা,
যা একদিন আমাদের কাছে নিষ্পাপই ছিল..
তার খুন হওয়ার পোস্টমর্টেমে কার সই করা তোর না আমার???
--------------------------------------------------------------------------------------ayantika
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন