----------------------------------------------------------#সৌভিক---------------------------------- চাকার গতিবেগ বাড়তে থাকে সিগনালের ওঠা পরার সাথে।গাদাগাদি ভিড়ে পিঠ ঠেসে যায় প্রেমিকার ট্রেনের দেয়ালে। আচমকা দুটো আলাদা হাত চলে আসে এক হাতলে। সে মাথা তুলে দেখে ছেলেটি আগলে ছিল তাকে অনেক চোখের আড়ালে...অনেক্ষন। বাকিটা জানে ছেলেটির ডায়েরীর পেজ।তারপরে কেটে যায় অনেক গুলো বছর। ট্রেন ছেড়ে গেছে অনেক রেলওয়ে স্টেশন। হয়তো সে আলোকবর্ষে নতুনদের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে বারবার। আজও দেখি তারা পাশপাশি বসে জানলার ধারে। ঘামের গন্ধ আর ক্লান্তি শরীরদুটো আলাদা করতে পারেনি। মাঝে মাঝে কিছু প্রতিশ্রুতি আঙুল ছুঁয়ে যায়। কাঁধে মাথা রেখে স্বপ্ন অাওড়ায়। গোটা দিনের ভুল ত্রুটি শোধরানোর প্রয়াস বাঁচে ওই পঞ্চাশ মিনিটের যাত্রা পথে। সন্ধ্যের লালচায়ে প্রেম আনাগোনা করে। তবু নামছাড়া সে স্টেশনের অলীকবেঞ্চে কেউ ফেলে যায় অাদুরে রুমাল। প্রথম গল্পটা আমার ছিল.... দ্বিতীয়টা ওদের। আমার স্টেশন এসে গেছে। সিট ছাড়তে হবে। অনেকটা সময় ওদের দেখতে দেখতে মনে পরে গেছিল আমাদের একসাথে লাইন ক্রসিং এর দিনগুলো। আমি জানি ওদের শেষ স্টেশন বলে কিছ...