বাঙালীরা বরাবরই ভ্রমণপিপাসু। আর সেই তালিকায় অভিনেত্রীরাও বাদ যাবেন কেন? অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা সময় পেলেই ঘুরতে ভালবাসেন। গত মাসেই তিনি গিয়েছিলেন মেঘেদের দেশে অর্থাৎ চেরাপুঞ্জিতে। ছবিতে ছবিতে দেখে নিন সেই আনন্দঘন মুহূর্তগুলিকে। কামাখ্যা মন্দিরে পুজো দিচ্ছেন অভিনেত্রী সায়ন্তনী। নোকালিকাই জল্প্রপাতে অভিনেত্রী এবং তাঁর মেকআপ আর্টিস্ট সুমন গঙ্গোপাধ্যায়। সেভেন স্টার জলপ্রপাতে অভিনেত্রী এবং তাঁর বন্ধু সুমন গঙ্গোপাধ্যায়। উমাইআম লেকে খোশমেজাজে অভিনেত্রী। চেরাপুঞ্জিতে ছুটি কাটাচ্ছেন সায়ন্তনী। দাইকি নদীতে আনমনে অভিনেত্রী সায়ন্তনী। ঠাণ্ডাতে চুমুক। মেঘের দেশে অভেনেত্রী।