ভেঙে ফেলা খুব সহজ। ছোটবেলায় ভেঙেছিলাম একটা পুতুল, কি সহজেই ভেঙে গেছিল ওর গলা আমি ভেঙেছিলাম কাঁচের গ্লাস, হাত ফসকালেই মেঝেতে পরে চুরমার হয়ে গেল শতখন্ডে আমি ভেঙেছিলাম মাটির ভার, পা য়ের চাপে গুরিয়ে মিশে গেল মাটির সাথে তুমি হৃদয়ের উদাহরণটা না দিলেই পারতে..... ভেঙে ফেলা খুব সহজ। ছোটবেলায় ভেঙেছিলাম একটা পুতুল, কি সহজেই ভেঙে গেছিল ওর গলা আমি ভেঙেছিলাম কাঁচের গ্লাস, হাত ফসকালেই মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল শতখন্ডে আমি ভেঙেছিলাম মাটির ভার, পা য়ের চাপে গুরিয়ে মিশে গেল মাটির সাথে তুমি হৃদয়ের উদাহরণটা না দিলেই পারতে.....