'প্রেরণা স্ট্রীট ইডারলি কেয়ার', একটি সংগঠন যারা কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে বিগত ২০১৬ সাল থেকে সমাজের একটি স্তরের মানুষের জন্য কাজ করে চলেছে। বিশেষত যারা বয়স্ক তাঁদের জন্য এই সংঠগন তাঁদের সাধ্যমতো সবটুকু করার চেষ্টা করছে এবং আগামীদিনেও তাঁরা এই কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন। সমাজের একটি স্তরের মানুষ এখন অপুষ্টির শিকার। এখনও তাঁরা একবেলা খেয়ে দিন কাটান। কিংবা অনেক পরিবারের বয়স্কদের তাঁদের পরিবার দেখেন না এমনও মানুষদের পাশে দাঁড়িয়েছে স্ট্রীট ইডারলি। তাঁদের খাবার দেওয়া, শীতকালে তাঁদের গরম জামাকাপড় দেওয়া কিংবা এই কোভিড পরিস্থিতিতে তাঁদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। যদিও কলকাতার বুকে এহেন সংগঠন প্রচুর, তবুও প্রতিটি সংগঠন তাঁদের সাধ্যমতো চেষ্টা করছে এবং এই চেষ্টাটাই এই বিংশ শতাব্দীতে খুব দরকারী। এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন অনসূয়া মন্ডল ,ডক্টর তনিমা মন্ডল, পূর্ণিমা মন্ডল, লিটন শোরেন, এমিলি মন্ডল, অসীমা বোস, বর্ণালী নাগ চৌধুরী, ডক্টর পার্থ সারথী পাল , শ্রীজিতা চক্রবর্তী, অনসূয়া সেনগুপ প্রমুখ। এই সংগঠন প্রতি বছর বিশ্ব বয়স্ক দিবসে...