সায়ন্তনী গুহঠাকুরতা আবার খবরের শিরোনামে। সম্প্রতি তাঁর অভিনীত ‘তিনকন্যা’ কাল্ট ক্রিটিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জয়ী হল। এছাড়াও ভার্জিন স্প্রিং সিনেফেস্টে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে তিনকন্যা। পরপর দুটো পুরস্কার পেয়ে বেশ আনন্দিত এই সিনেমার অভিনেত্রী সায়ন্তনী। এখানেই শেষ নয়, ইতিমধ্যে আরও একটি সিনেমার শুটিং-এ ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। আতিউল ইসলাম পরিচালিত নতুন "চাতক’’-এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ছবিটি প্রযোজনা করেছে "এ আর প্রোডাকশন"। মূল কাহিনী লিখেছেন রাশিদুল ইসলাম এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তানবির কাজি। সামাজিক টানাপোড়ন এবং সম্পর্কের বিভিন্ন স্তর হল এই ছবির মূল বিষয়। নারীকেন্দ্রিক এই সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী। এছাড়াও অন্যান্য প্রধান চরিত্রে অভিনয় করছেন সমদর্শী দত্ত, বিশ্বনাথ বসু, অনুরাধা রায়, প্রমুখ। সংগীত পরিচালনা করছেন শ্রাবণ। সিনেমায় গান গেয়েছেন অনুপম রায়। ( ছবি অভিনেত্রীর থেকে সংগৃহীত)