সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আসতে চলেছে চিনে বাদাম

 এনা সাহার মুকুটে আরও একটি পালক যুক্ত হতে চলেছে। প্রযোজক এনা সাহার দ্বিতীয় ছবি 'চিনে বাদামের শুভ মহরত হয়ে গেল কিছু দিন আগেই। প্রযোজক হিসেবে এটিই অভিনেত্রীর দ্বিতীয় ছবি। তবে এই ছবিতে তিনি নিজে অভিনয়ও করবেন এবং তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা যশ দাশগুপ্তকে। এই ছবির পরিচালনার দায়িত্বে শিলাদিত্য মৌলিক।  এনার সাহার প্রযোজনায় প্রথম ছবি 'এস ও এস কলকাতা'-এর পর এই ছবি নিয়েও আশাবাদী অভিনেত্রী। এই ছবির পটভূমিকা একটি মিষ্টি প্রেমের গল্পো। সঙ্গে রয়েছে কমেডি। একটি অ্যাপ খুঁজবে বন্ধু। তবে ডেটিং অ্যাপ নয় কিন্তু। গল্পের স্তরে স্তরে আছে নতুন গল্প। সেই জন্যই অপেক্ষায় থাকতে হবে সিনেপ্রেমী মানুষদের।